ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ইতিহাস
বতর্মান ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ইতিকাহিনী হতে জানা যায় ১৯১২ সালে বতর্মান স্থানে প্রাথমিক ভাবে প্রতিষ্ঠিত হয়। ধুনট সরকার পাড়া নিবাসী গিরিশচন্দ্র সরকার প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে বিদ্যালয়টি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। পাশাপাশি এলাকার বিশেষ করে ধুনট সরকার পাড়ার কয়েকজন বিদ্যোৎসাহী ব্যক্তি সহ ধুনট সদর এলাকার আশেপাশে গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও সদরপাড়ার বাবু যুধিষ্ঠির সাহার সহযোগিতায় বিদ্যালয়টি দাঁড় করানো হয় । পযায়ক্রমে মডেল ফ্রি প্রাইমারি, এম –ই (মিডিল ইংলিশ) এরপর ১৯৪১ সালে ১৭ই জানুয়ারি ধুনট ডাক বাংলায় জনাব রজিব উদ্দিন এম.এল. এ বগুড়া- এর সভাপতিত্বে ইম –ই বিদ্যালয়কে এইচ-ই নাম করণের সিদ্ধান্ত গৃহীত হয় । যাকে ধুনট উচ্চ ইংরেজী বিদ্যালয় নামে অভিহিত করা হয়। এলাকার সমাজ সেবক ও দানবীর মাটিকোড়া নিবাসী নঈম উদ্দিন তালুকদার (এন. ইউ) প্রায় তিন একর ২০ শতাংশ ও নগদ ২০০০/- টাকা দান করে বিদ্যালয়ের ভৌত অবকাঠামো তৈরিতে সহযোগিতা করেন। ইতিপূর্বে বিদ্যালয়টি ১৫/০১/১৯৪৪ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক উচ্চ শিক্ষার অনুমতি পায়। বিদ্যালয়টি ধুনট নঈম উদ্দিন উচ্চ ইংরেজী নাম করণের জন্য অন্যান্য দাতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যেমন- ১. বাবু নরেশচন্দ্র সরকার, ২. জগদীশ চন্দ্র সরকার, ৩. তমিজ উদ্দিন সরকার।
প্রধান শিক্ষকের বাণী --
বগুড়া জেলার এক সময়ের অবহেলিত জনপদ, যমুনা নদীর ভাঙ্গাগড়ার চিরন্তন সাক্ষী, ধুনটের প্রাণ কেন্দ্রে অবস্থিত, সৃজনশীল মানুষ গড়ার এক অনুকরণীয় মডেল, প্রতিভা বিকাশের শীর্ষে মাটিকোঁড়া নিবাসী নঈম উদ্দীন তালুকদার (এন.ইউ) আশীর্বাদপুষ্ট ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ধুনট সরকারি এন. ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। যেখানে অত্যন্ত মনোরম পরিবেশে তথ্য-প্রযুক্তির আদলে ছাত্র-ছাত্রীর লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে দীর্ঘদিন ধরে প্রশংসিত হয়ে আস্ছে। শিক্ষকমণ্ডলী তথা যাদের নিরলস প্রচেষ্টা ও সহযোগিতায় আমাদের এ বিদ্যালয়টি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ তথা সরকারি বিদ্যালয় হিসেবে স্থান করে নিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাছি। ধুনটবাসীর তথা প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকলে আমাদের বিদ্যালয় একদিন সত্যিকার অর্থেই বগুড়া জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্থান করে নিবে বলে আমার বিশ্বাস।
মোঃ তফিজ উদ্দীন প্রাং
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)
ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ধুনট বগুড়া।